আজ থেকে শুরু হয়েছে পাবনা জেলায় এক টাকার খাবার কর্মসুচী

সুবিধাবঞ্চিত মানুষদের খাবার বিতরন কর্মসুচীতে, বরিশালের দুর্গম গ্রাম আর চর অঞ্চল গুলোর সাথে এখন পাবনা জেলা কেও আওতাভুক্ত করা হয়েছে।


আজ থেকে শুরু হয়েছে পাবনা জেলায় এক টাকার খাবার কর্মসুচী। এখন হতে নিয়মিতভাবে পাবনা জেলার বিভিন্ন গ্রামের সুবিধাবঞ্চিত মানুষদের এক টাকায় খাবার বিতরন করা হবে।

উল্লেখ্য সুবিধাবঞ্চিত মানুষের ভেতর যারা শারীরিক ভাবে কর্মক্ষম নয় অথবা তিন বেলা খাবার যোগারে অক্ষম এই বিবেচনায় খাবার বিতরন করা হচ্ছে।

পাশা পাশি অভাবে পরে অসৎ পথে উপার্জন না করা , সুস্বাস্থের প্রয়োজনে পরিচ্ছন্ন থাকা, নৈতিক শিক্ষা প্রদানও করা হচ্ছে ।

এক আলোচনায় এক টাকায় খাবারের পাবনা জেলা প্রধান তানজিলা হাসান জানান সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ব্যবস্থাও দ্রুত চালু করা হবে। এবং অল্প আয়ের মানুষ ও স্টুডেন্টদের এক টাকায় কম্পিউটার প্রশিক্ষনও দেয়া হবে।

সুত্রঃ এক টাকায় খাবার নিউজ ডেস্ক ঢাকা প্রধান কার্জালয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Proudly powered by HostingRim | Theme: Baskerville 2 by Anders Noren.

Up ↑