ভারি বর্ষন আর ঝড়ো হাওয়ার ভেতর দুর্গম চরঅঞ্চলে নিঁখোজ রয়েছে আমাদের স্বেচ্ছাসেবক টিম

ভারি বর্ষন আর ঝড়ো হাওয়ার ভেতর দুর্গম চরঅঞ্চলে, নিয়মিত কর্মসুচীর অংশ হিসেবে খাবার বিতরন করে ফেরত আসার সময়, আমাদের স্বেচ্ছাসেবক টিমের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন ! দির্ঘ সময় ধরে তাদের কোন খোঁজ পাওয়া যাচ্ছে না ! সকলে দোয়া করবেন যেন নিরাপদে ফিরতে পারে তারা !

ঘটনার বিবরনঃ
চর অঞ্চলে খাবার বিতরন শেষে ফেরার পথে বরিশালের বিষখালি নদীতে ঝড়ের কবলে পরে আমাদের স্বেচ্ছাসেবকদের নৌকা। শেষ মুহুর্তে মোবাইলে তারা ঝড়ের খবর জানিয়েছিলো কেবল। এরপর থেকে যোগাযোগ বন্ধ রয়েছে।

আপডেটঃ মেডিকেল টিম ”জীবন তরী” এর কর্মীরা স্পটে চলে গেছে, জানাবে। স্থানীয় ক্লাব গুলায় যোগাযোগ করছি ওরাও ট্রলার নিয়ে রওনা হইছে।

এই মাত্র পাওয়া সংবাদে জানা গেছে, ঝড়ের কবলে পরা স্বেচ্ছাসেবকদের খুঁজে পাওয়া গেছে। সকলেই ভালো আছেন এমন ঘোষনা দিয়ে , আমাদের মেডিকেল ক্যাম্প জীবন তরীর বিভাগীয় প্রধান পেইজে আপডেট দিয়েছেন।

” আপডেট , স্বেচ্ছাসেবকদের নৌকা ঝড়ের কবলে পরেছিলো, তারা নিরাপদে ফিরতে পেরেছেন। আমাদের মেডিকেল ক্যাম্প ” জীবন তরী “ এর স্বেচ্ছাসেবকরা তাদেরকে নিয়ে ট্রলারে ফিরে আসছেন। সকলে ভালো আছে। স্থানীয় যেসকল ক্লাব এগিয়ে এসেছে তাদের প্রতি কৃতজ্ঞ্যতা। “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Proudly powered by HostingRim | Theme: Baskerville 2 by Anders Noren.

Up ↑