সিলেটে পাওয়া যাচ্ছে মাত্র এক টাকায় এক বেলার খাবার!

     

এক টাকা সংখ্যাটি অনেক ছোট হলেও এর খমতা যে কত বেশি তা প্রমান করেছে এক টাকায় খাবার প্রজেক্ট। শায়েস্তার আমল না হলেও সুবিধাবঞ্চিত মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে সুস্বাদু খাবার বিক্রয় হচ্ছে, যার মুল্য মাত্র এক টাকায়। শুরুতে প্রজেক্ট টি বরিশাল শহর ও এর পার্শবর্তি অঞ্চল গুলোতে কাজ করলেও এখন দেশের বিভিন্ন জেলাতে প্রজেক্ট কর্মসুচী পরিচালিত হচ্ছে প্রতিদিন।
Continue reading “সিলেটে পাওয়া যাচ্ছে মাত্র এক টাকায় এক বেলার খাবার!”

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এক টাকায় খাবার

বাংলাদেশ এর প্রেক্ষাপটে শিশুশ্রম অবাস্তব কিছু নয়। কিন্তু এর মুল কারণ হল দারিদ্রতা।পেট এর ক্ষুধার তাড়নায় অল্প বয়সে বাচ্চাদের কলম এর বদলে হাতে তুলে নিতে হচ্ছে কাজ। অনেক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান এদের পড়াশুনার জন্য সাহায্য করছে।কিন্তু পেটের দায়ে অনেক পরিবার স্কুলে পাঠাচ্ছেনা তাদের বাচ্চাদের।

Continue reading “সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এক টাকায় খাবার”

আবারও উত্তরাঞ্চলের বন্যাক্রান্ত মানুষের পাসে দাড়ালো এক টাকায় খাবার!

 

২০১৭ সালে উত্তরাঞ্চলের বন্যায় ক্ষতিগ্রস্থ্য কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার বিভিন্ন চর এলাকায় আমাদের ২য় দফায় ত্রান বিতরনের করা হয়। প্রথম বার ত্রান দেয়া হয়েছিলো ২৫ আগস্ট আর ২য় দফায় দেয়া হয় ৯ সেপ্টেম্বর, প্রথম দফায় আমরা ৮০০ পরিবারকে খাবার দিয়েছি। ২য় দফায় ৪১১ টি পরিবারকে খাবার দিয়েছি।
Continue reading “আবারও উত্তরাঞ্চলের বন্যাক্রান্ত মানুষের পাসে দাড়ালো এক টাকায় খাবার!”

Proudly powered by HostingRim | Theme: Baskerville 2 by Anders Noren.

Up ↑