‘বাবারে ক্ষিদা যে সইজ্য অয় না, জানডা বারইয়া যাইতাছে। এক মুইট ভাত দে জানডা বাঁচাই। কত দিন ভাত চোখে দেহি না’। ক্ষুধার্ত ৮০ বছরের বৃদ্ধা হাজেরা বেগমের এই বুক ফাটা কাকুতি-মিনতিও পাষণ্ড ছেলে সাইফুলের মন গলাতে পারেনি। উল্টো সকালে চলৎশক্তিহীন মাকে মারধর করে রাস্তার পাশে ফেলে রাখে। এ অবস্থায় খোলা আকাশের নিচে তিনদিন পড়ে থেকে হাজেরা বেগম আরো অসুস্থ হয়ে পড়েন।
গত শনিবার রাতে স্থানীয় ইউপি সদস্যের উদ্যোগে হাজেরা বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার উথুরী গ্রামে।
Chal bhaja, only item for poor char people
Like many others, chhola boot (fried and spiced chickpeas), puffed rice, beguni (a popular item prepared with aubergine), piyaju (made with finely chopped onion with lentil paste) and seasonal fruits should be their usual iftar items but farm labourer Abu Taleb, his wife and two daughters used to break their fast with chal bhaja (fried rice) daily.
জনকন্ঠ পত্রিকার প্রতিবেদনে উঠে এসেছে আমাদের কথা
নিউজ লিংকঃ জনকন্ঠ নিউজ
জনকন্ঠ ই নিউজ
গত রাতেও তাদের পরিবারে খাবার জোটেনি। এ কারণেই সাব্বির আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে
সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোলে সাব্বির (১০) নামে এক স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের রাজাখাঁর চর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সাব্বির ওই গ্রামের ভ্যানচালক আব্দুল বারিকের ছেলে ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র।
সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর আলমসহ স্থানীয়রা জানায়, আব্দুল বারিক খুবই গরিব। পরিবারের জন্য দু’বেলা খাবার জোগাড় করতে পারেন না তিনি। গত রাতেও তাদের পরিবারে খাবার জোটেনি। এ কারণেই সাব্বির আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সুত্রঃ জাগো নিউজ