এবারে রাজগৌড়িপুরের কর্মসুচীর গল্প স্থান পেলো যুগান্তর পত্রিকায়

ময়মনসিংহের গৌরীপুরে শুক্রবার ‘এক টাকার খাবার’ প্রজেক্টের অধীনে খাবার বিতরণ অনুষ্ঠিত হয়। দু’দিনব্যাপী কর্মসূচির অধীনে ছিন্নমূল, ভবঘুরে, অসহায় মানুষ ও গজন্দর আফিয়াতুজ জোহরা কওমীয়া মহিলা মাদ্রাসার দেড় শতাধিক শিক্ষার্থীসহ প্রায় ২শ’ জনকে খাবার প্রদান করা হয়। উদ্বোধন করেন ছবির হাটের প্রতিষ্ঠাতা পরিচালক মো. রাফাত নূর।

বিস্তারীত সংবাদ এই লিংকে পাবেনঃ

যুগান্তর পত্রিকায় আমাদের সংবাদ।

গত ২২ জুন ২০১৯ তারিখে আমাদের স্বেচ্ছাসেবকদের একটি দল ময়মনসিংহ শহরের রেল স্টেশনে অবস্থিত সুবিধাবঞ্চিত মানুষদের দুপুরের খাবার পরিবেশন করেছিলো। আর সেই কর্মসুচী চোখে পরে যায় যুগান্তর পত্রিকার একজন প্রতিনিধির। প্রকাশিত সেই সংবাদটিঃ

ময়মনসিংহ শহরে শনিবার ‘১ টাকার খাবার’ প্রজেক্টের অধীনে খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী দিনে ময়মনসিংহ রেলওয়ে জংশনে ছিন্নমূল, ভবঘুরে, অসহায় ২৫ জন এ খাবার পান। উদ্বোধন করেন ছবির হাটের প্রতিষ্ঠাতা পরিচালক মো. রাফাত নূর। এ কর্মসূচি বাস্তবায়নের সঙ্গে ছিলেন ‘১ টাকার খাবার’ প্রজেক্টের কর্মী- লাবিব শাহরিয়ার, মাহিন হোসেন, রাহুল দাস, অনিক আহমেদ, শিমুল ব্যানার্জি প্রমুখ। মাহিন হোসেন জানান, আজকের খাবারে ছিলো ভাত, মুরগীর মাংস ও ডাল। রাফাত নূর জানান, ঢাকার গ্রিন টাওয়ারে দেশের খ্যাতনামা প্রতিষ্ঠান ‘ছবির হাট’র অংকিত বিক্রীত ছবির একটা অংশ ও স্বেচ্ছাসেবীদের অর্থায়নে দেশের বিভিন্ন স্থানে এ কর্মসূচি। এছাড়াও রয়েছে সুবিধাবঞ্চিতদের দোকান ‘১ টাকার পণ্য’। সেখান থেকে প্রতিদিন চাল, ডাল, তেল, লবণ ইত্যাদি উপকরণ পাওয়া যাবে।

এখানে একটি বিষয় উল্লেখ করতে হয় যে, তাৎক্ষনিকভাবে আমাদের হতে প্রাপ্ত তথ্য মোতাবেক সংক্ষিপ্ত এই প্রতিবেদনে ১ টাকার খাবার’ হিসেবে উল্লেখ করা হলেও মুলত এটি “ প্রজেক্ট এক টাকায় খাবার “ হবে।
প্রতিবেদনে সুবিধাবঞ্চিতদের দোকান বিষয়টির উপরেও আলোকপাত করা হয়েছে।

নিউজ লিংক এখানে ক্লিক করুন।

ডেইলী স্টার পত্রিকার ইয়ং স্টার হিসেবে আমাদের পরিচালক রাফাত নুর।


বিস্তারীত সংবাদঃ

Rafat Nur, a graduate of National University of Bangladesh, runs Chobi’r Haat, an organisation comprised of close to 28 young artists who sell their artworks and use the money to provide food and healthcare services to slum dwellers. Rafat and his friends used to visit the slums around the Tejgaon Railway Station. Over time, they formed close bonds with the residents there, who often asked them for help. Chobi’r Haat started in 2012, when Rafat noticed the food crisis in the slums and began supplying packets of meals to a small group of people. The majority of their funding came from selling hand-painted portraits online. The organisation provides food to the people in the slums under the banner of their project, Ek Takay Khabar, through which the people can avail a meal at one taka only.

Apart from serving regular meals and providing medical services to slum dwellers, Rafat often takes the initiative to support the people in acquiring and stabilising independent sources of income, such as a personal rickshaw or a rented shop.

Usually, the organisation serves lunches from their own kitchens located nearby different slums. The meals are prepared by a team of more than 500 young volunteers. This Ramadan, they successfully served a large number of Sehri and Iftaar packets. They have designated and specialised teams that ensure that the food is nutritious and is supplied efficiently. As of now, this project has successfully fed close to a 1000 people across eleven districts of the country.

Shubidhabonchito Der Dokan, another initiative by Rafat, aims to sell food items and groceries to people in remote villages, for one taka only.

Moving forward, Rafat aims to equip the people in the slums with some essential work skills, so that they do not have to look for external support to feed their families.

নিউজ লিংকঃ এখানে ক্লিক করুন

চিটাগং এর এক ঝাঁক তরুনের প্রজেক্ট এক টাকায় খাবার কর্মসুচী।


তিব্র গরমে যখন মানুষ অতিষ্ট, রমযানের ক্লান্তিতে যখন মানুষ বিশ্রাম খোঁজে ঠিক তখন সকল বাধাকে উপেক্ষা করে দরিদ্র সুবিধাবঞ্চিত মানুষের সেবা ছুটে চলেছে চিটাগং নগরীর এক ঝাঁক নবীন । সুবিধাবঞ্চিত মানুষেরা অভাবের কারনে ঠিক মতো ইফতার করতে পারেন না এই ধারনা তাদের মাথায় ঢুকে গিয়েছিলো অনেক আগেই। কোন উপায় বের করার ভাবনা থেকে তারা জড়িত হয় প্রজেক্ট এক টাকায় খাবার এর কর্মসুচীতে ।

প্রজেক্ট  এক টাকা খাবার এর এই নবীন দল বাদেও চিটাগং হাট হাজারিতে একটি বেইস ক্যাম্প রয়েছে। দুরত্বের কারনে শহর অঞ্চলে একটা ক্যাম্প এর কথা ভাবছেন প্রজেক্ট এক টাকায় খাবার এর পরিচালকগন।

সুবিধাবঞ্চিত মানুষের সাহায্যে এগিয়ে আসা এই নবীন দলের সাথে আলাপ করে জানা যায় ঈদের পর থেকে নিয়মিত ভাবে, প্রজেক্ট এক টাকায় খাবার এর কর্মসুচী হিসেবে দুপুরের খাবার বিতরন করে যাবে এই নবীন সেনারদল ।

সুত্রঃ প্রজেক্ট এক টাকায় খাবার মিডিয়া উইং চিটাগং প্রতিনিধী।

গভীর রাতে সুবিধাবঞ্চিতদের হাতে সেহেরী তুলে দেয়ার গল্প।

গভীর রাতে অভুক্ত কিশোরের হাতে খাবার পৌঁছে দেওয়ার পরে কিশোরের কেঁদে ফেলা !
ঘুম ভেঙে উঠে খাবারের সুবাসে উচ্ছাস প্রকাশ ! গম্ভীর চেহারার লোকটি তার স্বভাবজাত গাম্ভীর্য বয়কট করে খুশির হাসি হাসা ! এসব কিছূ বাস্তবায়নে যাদের অবদান তারা হলো ফেসবুক গ্রুপ SSC 97 HSC 99 এর সদস্য ও পরিচালক বৃন্দ।

দেশের সুবিধাবঞ্চিত মানুষের জন্য সেহেরী বিতরন একটি কঠিন বিষয়। ইফতার এর সময় অনেকেই সুবিধাবঞ্চিতদের খাদ্য বিতরন করে থাকেন, কিন্তু গভির রাতে খাদ্য বিতরন সকলের জন্য সহজ কাজ নয়।
প্রজেক্ট এক টাকায় খাবার এর সাথে জুটি বেঁধে এই কঠিন কাজটিকে সহজ করে দেখিয়েছে ফেসবুক গ্রুপ SSC 97 HSC 99 এর সদস্য ও পরিচালক বৃন্দ।
ঢাকা শহরের বিভিন্ন পয়েন্ট এ, রমযান মাসের বিভিন্ন দিনে এই কর্মসুচি পালন করা হয়েছে।

সেহেরী বিতরন এর এই কর্মসুচি পরিচালিত হয়েছে রমযানের মাসের বিভিন্ন সময়ে, এবং প্রজেক্ট এক টাকায় খাবার এর স্বেচ্ছাসেবকদের সাথে জুটি বেধে সেহেরীর সকল ব্যয় নির্বাহ করেছে ফেসবুক গ্রুপ ফেসবুক গ্রুপ SSC 97 HSC 99 । বিভিন্ন দিনে সেহেরী বিতরনের সময় উপস্থিত ছিলেন, ফেসবুক গ্রুপের এডমিন সাব্বির ফেরদৌস রাতুল,মডারেটর মুন্তাসির সানিয়াত,মডারেটর জনাব মেজবাহ , মডারেটর জনাব মল্লিক নজরুল, মডারেটর জনাব হামিম সালেহ, এবং গ্রুপের একাধিক সন্মানিত সদস্য।

প্রজেক্ট এক টাকায় খাবার এর সাথে মিলিতভাবে এই মানবিক কাজের মাধ্যমে উপকৃত হয়েছেন শত শত সুবিধাবঞ্চিত মানুষ। এ বিষয়ে প্রজেক্ট পরিচালক জনাব রাফাত নুর বলেন, আমি নিজেও এই গ্রুপের একজন সাধারন সদস্য। ফেসবুক গ্রুপ সাধারনত আনন্দ ও বিনোদনের মাধ্যম হিসেবেই পরিচিত। কিন্তু ফেসবুক গ্রুপ SSC 97 HSC 99 কেবল মাত্র আনন্দ বিনোদনের মধ্যেই সীমাবদ্ধ রাখেনি নিজেদের। তারা সেবামুলক কাজে জড়িত হয়ে সু-নাগরিকের দায়িত্ব পালন করছে।

সুত্রঃ পাবলিকেশন অফিস

Proudly powered by HostingRim | Theme: Baskerville 2 by Anders Noren.

Up ↑