চিটাগং এর এক ঝাঁক তরুনের প্রজেক্ট এক টাকায় খাবার কর্মসুচী।


তিব্র গরমে যখন মানুষ অতিষ্ট, রমযানের ক্লান্তিতে যখন মানুষ বিশ্রাম খোঁজে ঠিক তখন সকল বাধাকে উপেক্ষা করে দরিদ্র সুবিধাবঞ্চিত মানুষের সেবা ছুটে চলেছে চিটাগং নগরীর এক ঝাঁক নবীন । সুবিধাবঞ্চিত মানুষেরা অভাবের কারনে ঠিক মতো ইফতার করতে পারেন না এই ধারনা তাদের মাথায় ঢুকে গিয়েছিলো অনেক আগেই। কোন উপায় বের করার ভাবনা থেকে তারা জড়িত হয় প্রজেক্ট এক টাকায় খাবার এর কর্মসুচীতে ।

প্রজেক্ট  এক টাকা খাবার এর এই নবীন দল বাদেও চিটাগং হাট হাজারিতে একটি বেইস ক্যাম্প রয়েছে। দুরত্বের কারনে শহর অঞ্চলে একটা ক্যাম্প এর কথা ভাবছেন প্রজেক্ট এক টাকায় খাবার এর পরিচালকগন।

সুবিধাবঞ্চিত মানুষের সাহায্যে এগিয়ে আসা এই নবীন দলের সাথে আলাপ করে জানা যায় ঈদের পর থেকে নিয়মিত ভাবে, প্রজেক্ট এক টাকায় খাবার এর কর্মসুচী হিসেবে দুপুরের খাবার বিতরন করে যাবে এই নবীন সেনারদল ।

সুত্রঃ প্রজেক্ট এক টাকায় খাবার মিডিয়া উইং চিটাগং প্রতিনিধী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Proudly powered by HostingRim | Theme: Baskerville 2 by Anders Noren.

Up ↑