দেশে ২ কোটির বেশি মানুষ ভালোভাবে খেতে পায় না / বলছে ডেইলী স্টার

বাংলাদেশে প্রতি ছয়জনের একজন ভুগছে পুষ্টিহীনতায়। তাদের ভাগ্যে জুটছে না পর্যাপ্ত খাদ্য। এমন খবর প্রকাশিত হয়েছে জাতিসংঘের এক নতুন প্রতিবেদনে।

প্রতিবেদনটি এমন সময় প্রকাশ করা হলো যখন বলা হচ্ছে ১৯৯০ সালের পর দেশ খাদ্য নিরাপত্তার বিষয়ে প্রশংসনীয় উন্নতি ঘটিয়েছে।

অথচ, গত এক দশকে অপুষ্টিতে ভোগা মানুষের সংখ্যা অন্তত ১০ লাখ বেড়েছে। ২০০৪ সালে যেখানে এর সংখ্যা ছিলো ২ কোটি ৩০ লাখ সেখানে ২০১৮ সালে তা এসে দাঁড়ায় ২ কোটি ৪০ লাখে। এ তথ্য জানা যায় ২০১৯ সালে বিশ্বে ‘খাদ্য নিরাপত্তা ও পুষ্টিবিষয়ক’ প্রতিবেদনে।

জাতিসংঘের খাদ্য ও কৃষিবিষয়ক সংস্থা এফএও, কৃষি উন্নয়নে আন্তর্জাতিক তহবিল, শিশু তহবিল, বিশ্ব খাদ্য কর্মসূচি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা যৌথভাবে এই প্রতিবেদনটি তৈরি করেছে।

এতে বলা হয়, ২০১৮ সালে সারাবিশ্বে ৮২ কোটির বেশি মানুষ তথা বিশ্বের মোট জনসংখ্যার ১১ শতাংশ মানুষ পুষ্টিহীনতায় ভুগছে।

তাদের মধ্যে এশিয়াতে রয়েছে ৫১ কোটির বেশি এবং আফ্রিকায় ২৫ কোটির বেশি মানুষ।

বিশেষজ্ঞদের মত হলো: খাদ্যের সহজলভ্যতার মানে এই নয় যে সবাই খাবার পাচ্ছেন। একই সময়ে খাদ্যের উৎপাদন বৃদ্ধি পেলেও জলবায়ু পরিবর্তন ও নগরায়নসহ বিভিন্ন রকমের ঝুঁকি রয়েছে।

আরো বিস্তারীতঃ

মুড়ি খেয়ে দিন কাটানো সেই এতিম শিশুদের পাশে এক টাকায় খাবার

নিজস্ব প্রতিবেদকঃ মুড়ি খেয়ে দিন কাটানো বরিশালের সেই এতিমখানার শিশুদের পাশে দাড়িয়েছে প্রজেক্ট এক টাকায় খাবার। বিভিন্ন গনমাধ্যমে শিশুদের অনাহারে থাকার কথা জানতে পেরে এক টাকায় খাবার টিম এতিমখানাটিতে গিয়ে বিস্তারিত খোঁজ খবর নেয়। গত তিনদিন ধরে সেই এতিমখানায় এক টাকায় খাবার টিমের সদস্যরা নিজেরা রান্না করে দুই বেলা খাবার সরবরাহ করছে। প্রজেক্ট এক টাকায় খাবার এর এই কাজটিকে গতীশিল করতে, ফেসবুক গ্রুপ ”SSC97 HSC99”  এর সদস্যগন সাহায্য নিয়ে এগিয়ে এসেছেন, উল্লেখ্য এই ফেসবুক গ্রুপটির পরিচালক বৃন্দের নেতৃত্বে, দেশের নানাবিধ সামাজিক সেবামুলক কাজে ভুমিকা রেখে সমাজে সুনাম কুরিয়ে মানুষের মনে ভালোবাসার স্থান করে নিয়েছে এই ফেসবুক গ্রুপটি। জনাব রাফাত নুর নিজেও এই গ্রুপের একজন সাধারন সদস্য।  প্রজেক্ট এক টাকায় খাবার এর পক্ষ্য থেকে রাফাত নুর জানিয়েছেন যতদিন পর্যন্ত এতিমখানাটির সমস্যার স্থায়ী সমাধান না হবে ততদিন পর্যন্ত এক টাকায় খাবার তাদের পাশে থাকবে।

শুধু মুড়ি খেয়েই বেঁচে আছে শতাধিক এতিম শিশু !

বিস্তারিত সংবাদ এখানে ক্লিক করুন

ফলোআপ নিউজ।
মুড়ি খেয়ে দিন কাটানো বরিশালের সেই এতিমখানার শিশুদের পাশে দাড়িয়েছে প্রজেক্ট এক টাকায় খাবার। বিভিন্ন গনমাধ্যমে শিশুদের অনাহারে থাকার কথা জানতে পেরে এক টাকায় খাবার টিম এতিমখানাটিতে গিয়ে বিস্তারিত খোঁজ খবর নেয়। গত তিনদিন ধরে সেই এতিমখানায় এক টাকায় খাবার টিমের সদস্যরা নিজেরা রান্না করে দুই বেলা খাবার সরবরাহ করছে।

Proudly powered by HostingRim | Theme: Baskerville 2 by Anders Noren.

Up ↑