বগুড়া জেলায় পরিচালিত হলো ফ্রি মেডিকেল ক্যাম্প।

বগুড়া জেলার সোনাতলা উপজেলার, পাকুল্লা ইউনিয়ন ও তেকানি চুকাইনগর ইউনিয়নের সুবিধাবঞ্চিত মানুষের জন্য আয়োজন করা হয়েছিলো ফ্রি মেডিকেল ক্যাম্প। দুই ইউনিয়নের ৬৫০ সুবিধাবঞ্চিত মানুষদের ডাক্তারী সেবা সহ ওষুধ বিতরন করা হয়েছে।

বন্যায় আক্রান্ত এই সুবিধাবঞ্চিত মানুষদের জন্য চিকিৎসা সেবা খুব প্রয়োজন ছিলো, আর এই প্রয়োজন অনুভব করে মেডিকেল ক্যাম্পটি পরিচালিত হয়, আর এই মেডিকেল ক্যাম্প পরিচালনায় এগিয়ে এসেছে
উইমেন এম্পাওয়ারমেন্ট অফ বাংলাদেশ সংগঠন, ফেসবুক গ্রুপ SSC 97 HSC 99 এর সদস্যগন ও পরিচালক বৃন্দ।
উইমেন এম্পাওয়ারমেন্ট অফ বাংলাদেশ এর পরিচালক উম্মে ফাতিমা লিসা ও তার স্বেচ্ছাসেবকগন উপস্থিত ছিলেন। এছাড়াও ফেসবুক গ্রুপ SSC 97 HSC 99 মডারেটর মুন্তাসির সানিয়াত উপস্থিত ছিলেন, গ্রুপের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জনাব জাহিদ ও জনাব অয়ন।
প্রজেক্ট এক টাকায় খাবার এর পরিচালক জনাব রাফাত নুর ও বন্যা দুর্গত অঞ্চলের সেবায় নিয়োজিত প্রজেক্ট এক টাকায় খাবার এর স্পেশাল দল “ টিম টর্নেডো” কর্মসুচি চলাকালিন উপস্থিত ছিলেন।
উপস্থিত সকলের আন্তরিক কর্ম দক্ষ্যতায় একটি সফল মেডিকেল ক্যাম্প বাস্তবায়ন হয়েছে।

সুত্রঃ উত্তরাঞ্চল প্রতিনিধি/ টিম টর্নেডো।

বাংলাদেশে প্রথম সুবিধাবঞ্চিতদের জন্য দোকান।

সুবিধাবঞ্চিতদের দোকান ” এই নামে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে আছে আমাদের দোকান গুলো। জামা কাপর থেকে শুরু করে চাল,ডাল,তেল,সাবান,চিপ্স, বিস্কুট সহ বিভিন্ন সামগ্রী বিক্রয় হয় এখানে। প্রতিটি পন্যের মুল্য মাত্র এক টাকা। আমাদের তালিকাভুক্ত সুবিধাবঞ্চিত মানুষেরা এই দোকানের অবস্থান জানেন এবং তারা দোকান হতে প্রয়োজনীয় পন্য কিনে নিতে পারে।
এ ব্যবস্থাপনাটি বাংলাদেশে আমরাই প্রথম শুরু করেছি।

আমাদের নামের সাথে মিল রয়েছে এমন বিভিন্ন সংস্থা ফেসবুকে পোস্ট দিয়ে ও বক্স হাতে, রাস্তা ঘাটে চাদা সংগ্রহ করছে, তাদের সাথে আমাদের কোন প্রকার সম্পর্ক নাই।

পটুয়াখালী জেলায় স্বেচ্ছাসেবকদের অসাধারন ভুমিকা।

পটুয়াখালী জেলার কর্মসুচিতে নানাবিধ জটিলতা ছিলো যা অতিক্রম করে বর্তমানে দুর্ধর্ষগতীতে কাজ করে চলেছে প্রজেক্ট এক টাকায় খাবার এর স্বেচ্ছাসেবকেরা।
পুর্বের ৪ টি দলকে একত্রিত করে একটি মাত্র দল গঠন করে পুর্বের সকল বিপত্তি দুর করা হয়েছে।
বর্তমানে পটুয়াখালীতে নিয়মিতভাবে কর্মসুচি পরিচালনা হচ্ছে যার নেতৃত্বে রয়েছে দিনা আপু।

এ বিষয়ে বরিশাল বিভাবগীয় দফতর হতে জোর তৎপরতা চালানো হয়। বর্তমানে একটি মাত্র দল পটুয়াখালীতে কাজ করছে এবং এ দলের সদস্যগন পুর্বের ৪ টি দলের সদস্য ছিলেন। পুর্বের চারটি ফুড টিম বিলুপ্ত ঘোষনা করে সবাইকে দিনা আপুর নেতৃত্বে কাজ করতে নির্দেশ দিয়েছে বরিশাল বিভাগীয় দফতর।

সুত্রঃ সদর দফতর বরিশাল বিভাগ।

সমাপ্ত হয়েছে উত্তরাঞ্চলের বন্যা ত্রান কর্মসুচি।

প্রতিবছরের ন্যায় ২০১৯ সালেও বন্যার ভয়াবহতা ও কঠোর রুপ দেখা গিয়েছে দেশের উত্তরাঞ্চলে। প্রায় ৪ লক্ষ মানুষ পানি বন্দি অবস্থায় ছিলো, বিশেষ করে কুড়িগ্রাম জেলার বেশ কিছূ উপজেলা ও ইউনিয়ন পুরোপুরি ডুবে গেছে। শুধু কুড়িগ্রাম নয় জামাল পুর গাই বান্ধা ও বগুড়া অঞ্চলও রেহাই পায়নি এই ভয়াবহতা হতে।

বিগত বছর গুলোতে আমরা বন্যা আক্রান্ত মানুষের পাশে দাড়িয়েছি, এ বছরও তার পরিবর্তন ঘটেনি। প্রায় ৫২ হাজার মানুষের খাদ্যের যোগান সহ কিছু মানুষকে বস্র বিতরন করতে পেরেছি আমরা। আমাদের বন্যা ত্রান কর্মসুচির অঞ্চলগুলো ছিলো,রংপুর- কুড়িগ্রাম,নাগেশ্বরি,গাইবান্ধা,বগুড়া,জামালপুর, এতদ অঞ্চলের কাজ শেষ আমাদের টিম টর্নেডো ময়মনসিংহ গিয়ে কাজ সমাপ্ত করেছে।

প্রজেক্ট এক টাকায় খাবার এর ত্রানদল (টিম টর্নেডো) যখন কুড়িগ্রাম , রংপুর ,গাইবান্ধা হয়ে বগুড়া প্রবেশ করে তখন সাহায্যের হাত বাড়িয়ে দেয় ফেসবুক গ্রুপ SSC97 HSC 99 এর সদস্যগন। প্রজেক্ট এক টাকায় খাবার এর বিভিন্ন কর্মসুচিতে এই ফেসবুক গ্রুপ অভাবনিয় ভুমিকা রেখেছে, প্রজেক্ট এক টাকায় খাবার এর পরিচালক জনাব রাফাত নুর এই গ্রুপের একজন সাধারন সদস্য হিসেবে আছেন।
বগুড়া জেলার সারিয়া কান্দি উপজেলার, ভাঙর গাছা, বিরামের পাঁচগাছি,টেংড়াকুড়া চর অঞ্চলের ২৫০ পরিবারকে খাদ্য বিতরন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, ফেসবুক গ্রুপ SSC97 HSC 99 এর মডারেটর জনাব আশরাফুল আলম, সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাইয়েদুল ইসলাম বেগ, মানিক দে, ও জনাব মোহাম্মাদ বাহার, প্রজেক্ট এক টাকায় খাবার এর বগুড়া আঞ্চলিক প্রধান উম্মে ফাতিমা লিসা আপু (ইনিও ফেসবুক গ্রুপ SSC97 HSC 99 এর সন্মানিত সদস্যা) ও প্রজেক্ট পরিচালক জনাব রাফাত নুর উপস্থিত ছিলেন।

বগুড়া অঞ্চলের ত্রান কাজ সমাপ্ত করে টিম টর্নেডো জামালপুর জেলার উদ্দেশ্যে রওনা হয়ে যায়।

সুত্রঃ কুড়িগ্রাম দফতর/প্রজেক্ট এক টাকায় খাবার

Proudly powered by HostingRim | Theme: Baskerville 2 by Anders Noren.

Up ↑