সমাপ্ত হয়েছে উত্তরাঞ্চলের বন্যা ত্রান কর্মসুচি।

প্রতিবছরের ন্যায় ২০১৯ সালেও বন্যার ভয়াবহতা ও কঠোর রুপ দেখা গিয়েছে দেশের উত্তরাঞ্চলে। প্রায় ৪ লক্ষ মানুষ পানি বন্দি অবস্থায় ছিলো, বিশেষ করে কুড়িগ্রাম জেলার বেশ কিছূ উপজেলা ও ইউনিয়ন পুরোপুরি ডুবে গেছে। শুধু কুড়িগ্রাম নয় জামাল পুর গাই বান্ধা ও বগুড়া অঞ্চলও রেহাই পায়নি এই ভয়াবহতা হতে।

বিগত বছর গুলোতে আমরা বন্যা আক্রান্ত মানুষের পাশে দাড়িয়েছি, এ বছরও তার পরিবর্তন ঘটেনি। প্রায় ৫২ হাজার মানুষের খাদ্যের যোগান সহ কিছু মানুষকে বস্র বিতরন করতে পেরেছি আমরা। আমাদের বন্যা ত্রান কর্মসুচির অঞ্চলগুলো ছিলো,রংপুর- কুড়িগ্রাম,নাগেশ্বরি,গাইবান্ধা,বগুড়া,জামালপুর, এতদ অঞ্চলের কাজ শেষ আমাদের টিম টর্নেডো ময়মনসিংহ গিয়ে কাজ সমাপ্ত করেছে।

প্রজেক্ট এক টাকায় খাবার এর ত্রানদল (টিম টর্নেডো) যখন কুড়িগ্রাম , রংপুর ,গাইবান্ধা হয়ে বগুড়া প্রবেশ করে তখন সাহায্যের হাত বাড়িয়ে দেয় ফেসবুক গ্রুপ SSC97 HSC 99 এর সদস্যগন। প্রজেক্ট এক টাকায় খাবার এর বিভিন্ন কর্মসুচিতে এই ফেসবুক গ্রুপ অভাবনিয় ভুমিকা রেখেছে, প্রজেক্ট এক টাকায় খাবার এর পরিচালক জনাব রাফাত নুর এই গ্রুপের একজন সাধারন সদস্য হিসেবে আছেন।
বগুড়া জেলার সারিয়া কান্দি উপজেলার, ভাঙর গাছা, বিরামের পাঁচগাছি,টেংড়াকুড়া চর অঞ্চলের ২৫০ পরিবারকে খাদ্য বিতরন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, ফেসবুক গ্রুপ SSC97 HSC 99 এর মডারেটর জনাব আশরাফুল আলম, সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাইয়েদুল ইসলাম বেগ, মানিক দে, ও জনাব মোহাম্মাদ বাহার, প্রজেক্ট এক টাকায় খাবার এর বগুড়া আঞ্চলিক প্রধান উম্মে ফাতিমা লিসা আপু (ইনিও ফেসবুক গ্রুপ SSC97 HSC 99 এর সন্মানিত সদস্যা) ও প্রজেক্ট পরিচালক জনাব রাফাত নুর উপস্থিত ছিলেন।

বগুড়া অঞ্চলের ত্রান কাজ সমাপ্ত করে টিম টর্নেডো জামালপুর জেলার উদ্দেশ্যে রওনা হয়ে যায়।

সুত্রঃ কুড়িগ্রাম দফতর/প্রজেক্ট এক টাকায় খাবার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Proudly powered by HostingRim | Theme: Baskerville 2 by Anders Noren.

Up ↑