পটুয়াখালী জেলার কর্মসুচিতে নানাবিধ জটিলতা ছিলো যা অতিক্রম করে বর্তমানে দুর্ধর্ষগতীতে কাজ করে চলেছে প্রজেক্ট এক টাকায় খাবার এর স্বেচ্ছাসেবকেরা।
পুর্বের ৪ টি দলকে একত্রিত করে একটি মাত্র দল গঠন করে পুর্বের সকল বিপত্তি দুর করা হয়েছে।
বর্তমানে পটুয়াখালীতে নিয়মিতভাবে কর্মসুচি পরিচালনা হচ্ছে যার নেতৃত্বে রয়েছে দিনা আপু।

এ বিষয়ে বরিশাল বিভাবগীয় দফতর হতে জোর তৎপরতা চালানো হয়। বর্তমানে একটি মাত্র দল পটুয়াখালীতে কাজ করছে এবং এ দলের সদস্যগন পুর্বের ৪ টি দলের সদস্য ছিলেন। পুর্বের চারটি ফুড টিম বিলুপ্ত ঘোষনা করে সবাইকে দিনা আপুর নেতৃত্বে কাজ করতে নির্দেশ দিয়েছে বরিশাল বিভাগীয় দফতর।
সুত্রঃ সদর দফতর বরিশাল বিভাগ।
Leave a Reply