বগুড়া জেলায় পরিচালিত হলো ফ্রি মেডিকেল ক্যাম্প।

বগুড়া জেলার সোনাতলা উপজেলার, পাকুল্লা ইউনিয়ন ও তেকানি চুকাইনগর ইউনিয়নের সুবিধাবঞ্চিত মানুষের জন্য আয়োজন করা হয়েছিলো ফ্রি মেডিকেল ক্যাম্প। দুই ইউনিয়নের ৬৫০ সুবিধাবঞ্চিত মানুষদের ডাক্তারী সেবা সহ ওষুধ বিতরন করা হয়েছে।

বন্যায় আক্রান্ত এই সুবিধাবঞ্চিত মানুষদের জন্য চিকিৎসা সেবা খুব প্রয়োজন ছিলো, আর এই প্রয়োজন অনুভব করে মেডিকেল ক্যাম্পটি পরিচালিত হয়, আর এই মেডিকেল ক্যাম্প পরিচালনায় এগিয়ে এসেছে
উইমেন এম্পাওয়ারমেন্ট অফ বাংলাদেশ সংগঠন, ফেসবুক গ্রুপ SSC 97 HSC 99 এর সদস্যগন ও পরিচালক বৃন্দ।
উইমেন এম্পাওয়ারমেন্ট অফ বাংলাদেশ এর পরিচালক উম্মে ফাতিমা লিসা ও তার স্বেচ্ছাসেবকগন উপস্থিত ছিলেন। এছাড়াও ফেসবুক গ্রুপ SSC 97 HSC 99 মডারেটর মুন্তাসির সানিয়াত উপস্থিত ছিলেন, গ্রুপের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জনাব জাহিদ ও জনাব অয়ন।
প্রজেক্ট এক টাকায় খাবার এর পরিচালক জনাব রাফাত নুর ও বন্যা দুর্গত অঞ্চলের সেবায় নিয়োজিত প্রজেক্ট এক টাকায় খাবার এর স্পেশাল দল “ টিম টর্নেডো” কর্মসুচি চলাকালিন উপস্থিত ছিলেন।
উপস্থিত সকলের আন্তরিক কর্ম দক্ষ্যতায় একটি সফল মেডিকেল ক্যাম্প বাস্তবায়ন হয়েছে।

সুত্রঃ উত্তরাঞ্চল প্রতিনিধি/ টিম টর্নেডো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Proudly powered by HostingRim | Theme: Baskerville 2 by Anders Noren.

Up ↑