দৃষ্টিহীন শিশুদের সাথে আনন্দময় দিন কাটালো এক টাকায় খাবারের সিলেট স্বেচ্ছাসেবকেরা।

দৃষ্টিহীন সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল গ্রিন ডিজেবল ফাউন্ডেশন স্কুলে আজ আনন্দঘন সময় কাটালো, প্রজেক্ট এক টাকায় খাবারের সিলেট স্বেচ্ছাসেবক টিম।
আজ সকাল হতে শুরু হয়েছে রান্নার আয়োজন, স্কুলের সকল অন্ধ ছাত্র ছাত্রীবৃন্দর সাথে আড্ডা গল্প আর গানের মাধ্যমে আনন্দঘন সময় কাটিয়েছে সিলেটের স্বেচ্ছাসেবকেরা।

একদিকে চলছে রান্নার আয়োজন অন্যদিকে গান গল্প কবিতা আবৃত্তি আর কোর আন তেলোয়াতে পরিবেশটি হয়ে উঠেছিলো অনাবীল আনন্দে মুখর।

এসময় উপস্থিত ছিলেন, গ্রিন ডিজেবল ফাউন্ডেশনের শিক্ষকবৃন্দ।


আয়োজনটি সফল ভাবে পরিচালনার জন্য কঠোর পরিশ্রম করেছে সিলেটের স্বেচ্ছাসেবকবৃন্দ। উপস্থিত ছিলেন,
আহমেদ নাজীম পান্না, এম সুহেল আহমেদ, রফিকুল ইসলাম, রঞ্জিৎ নাথ ,
ফুলের মতো নিস্পাপ শিশুগুলো অন্ধত্বের কারনে সুবিধাবঞ্চিত, কেবল মাত্র খাদ্য সংকট নয়, তাদের মনের আনন্দ ও মনের সাহস যোগাতে নিয়মিত বাচ্চাদের সাথে অনাবিল আনন্দময় সময় দেওয়া একান্ত দায়িত্ব বলে উল্লেখ করেন স্বেচ্ছাসেবকবৃন্দ। এবং সেই দায়িত্ববোধের অংশ হিসেবে আজকের কর্মসুচি পরিচালিত হয় ।
মুরগীর ঝোল,সবজি,ডাল আর ভাতের শেষে মিস্টি দিয়ে আপ্যায়ন করা হয়েছিলো এই শিশুদের।

সুত্রঃ পাবলিকেসন টিম বরিশাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Proudly powered by HostingRim | Theme: Baskerville 2 by Anders Noren.

Up ↑