এক টাকায় খাবার এর ফেসবুক পেইজ অদৃশ্য !!!

অত্যান্ত বেদনার সাথে জানাচ্ছি আমাদের স্বেচ্ছাসেবকদের সুদির্ঘ আট বছরের পরিশ্রম এর প্রকাশনা হতো যে পেইজ থেকে, সেই “ প্রজেক্ট এক টাকায় খাবার” যার লিংক www.facebook.com/onetakafood পেইজটাকে আজ 25 Aug 2020 তারিখ আনুমানিক বাংলাদেশ সময় ৬.৪৫ বা এর কিছূ আগে পরের সময় থেকে আর অনলাইন দেখা যাচ্ছেনা। দেখা যাচ্ছে না বলতে পেইজটা সার্চ করলে অনলাইনে শো করে না। এবং এর এডমিন যারা ছিলো তারাও তাদের ড্যাশবোর্ডে এটা দেখতে পাচ্ছে না। পেইজের পোস্ট সমুহ দেখা যাচ্ছে না। এটা ফেসবুকের কোন সমস্যা নাকি কোন অনাকাংখিত রিপোর্ট এর কারনে এমন হয়েছে সেটা এখনও জানা যায়নি। এডমিন বা সদস্যদের নিকট ফেসবুক হতে কোন নোটিফিকেশনও আসেনি জানামতে। সুদির্ঘ ৮ বছর ধরে চলা এই কর্মসুচিটি যাবতিয় প্রকাশনার প্রাথমিক পদক্ষেপ হিসেবে পেইজটা ব্যবহৃত হতো। বিষয়টি অত্যান্ত বেদনাদায়ক, দির্ঘ সময় ধরে পেইজটা স্বেচ্ছাসেবকদের বিভিন্ন ভালো কাজকে প্রকাশ করে আসছিলো। আজ সেই পেইজটা কোন এক অজানা কারনে নাই হয়ে গেলো। স্বেচ্ছাসেবকদের পরিচালনা পর্ষদ হতে পরবর্তি নির্দেশনা জানিয়ে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Proudly powered by HostingRim | Theme: Baskerville 2 by Anders Noren.

Up ↑