এক টাকায় খাবার এর টুইটার একাউন্ট সাময়ীক বন্ধ হয়ে গেছে, দুস্টু লোকদের অহেতুক রিপোর্টে।

প্রজেক্ট এক টাকায় খাবার এর মুখপাত্র এবং পরিচালক জনাব রাফাত নুরের ফেসবুক থেকে জানা যায়। প্রজেক্ট এর টুইটার একাউন্টটি কে বা কাহারা মিথ্যা রিপোর্ট করে বন্ধ করে দিয়েছে। এরপর প্রজেক্ট এর আইটি ও টেকনিক্যাল বিভাগের স্বেচ্ছাসেবকগন টুইটারের সাথে যোগাযোগ করলে টুইটার এক টাকায় খাবারের একাউন্ট ফেরত দিয়ে দেয় এবং মেইল করে একাউন্ট চালু করে দেওয়ার বিষয়টি অবহিত করে।

Proudly powered by HostingRim | Theme: Baskerville 2 by Anders Noren.

Up ↑