
প্রজেক্ট এক টাকায় খাবার এর মুখপাত্র এবং পরিচালক জনাব রাফাত নুরের ফেসবুক থেকে জানা যায়। প্রজেক্ট এর টুইটার একাউন্টটি কে বা কাহারা মিথ্যা রিপোর্ট করে বন্ধ করে দিয়েছে। এরপর প্রজেক্ট এর আইটি ও টেকনিক্যাল বিভাগের স্বেচ্ছাসেবকগন টুইটারের সাথে যোগাযোগ করলে টুইটার এক টাকায় খাবারের একাউন্ট ফেরত দিয়ে দেয় এবং মেইল করে একাউন্ট চালু করে দেওয়ার বিষয়টি অবহিত করে।
Leave a Reply