পুনরায় বন্ধ হলো, প্রজেক্ট এক টাকায় খাবারের পেইজ

পুনরায় বন্ধ হলো, প্রজেক্ট এক টাকায় খাবারের পেইজ। এ ঘটনা নতুন নয়, এর পুর্বেও আমাদের পেইজ, মিথ্যা রিপোর্টে বন্ধ করে দেওয়া হয়েছিলো। সুন্দর কর্মসূচি সমুহের প্রতি, কিছু মানুষের প্রতিযোগিতামুলক ঈর্ষা অমংগলজনক।

তবে আমরা স্বেচ্ছাসেবকেরা থেমে যাবোনা। আমাদের ফেসবুক পেইজ নাই, তো কি হয়েছে? আমাদের মাঠপর্যায়ের কর্মসূচি থেমে যাবেনা। আমাদের কর্মসূচি চলবে। আমাদের পেইজ ফেরত আসা অবধি:

❤️ আমাদের টুইটার একাউন্টে আমাদের কর্মসূচি আপডেট পাওয়া যাবে। @onetakafood

❤️ আমাদের ওয়েবসাইটে কর্মসূচি আপডেট পাওয়া যাবে। http://onetakafood.org/

❤️ এছাড়াও আমাদের স্বেচ্ছাসেবকগন ব্যক্তিগতভাবে নিজ নিজ সোশ্যালমিডিয়া থেকে কর্মসূচি আপডেট জানাবে।

ধন্যবাদ

সদর দফতর

প্রজেক্ট এক টাকায় খাবার।

এক মুইট ভাত দে জানডা বাঁচাই,খোলা আকাশে ৮০ বছরের বৃদ্ধার আকুতি

‘বাবারে ক্ষিদা যে সইজ্য অয় না, জানডা বারইয়া যাইতাছে। এক মুইট ভাত দে জানডা বাঁচাই। কত দিন ভাত চোখে দেহি না’। ক্ষুধার্ত ৮০ বছরের বৃদ্ধা হাজেরা বেগমের এই বুক ফাটা কাকুতি-মিনতিও পাষণ্ড ছেলে সাইফুলের মন গলাতে পারেনি। উল্টো সকালে চলৎশক্তিহীন মাকে মারধর করে রাস্তার পাশে ফেলে রাখে। এ অবস্থায় খোলা আকাশের নিচে তিনদিন পড়ে থেকে হাজেরা বেগম আরো অসুস্থ হয়ে পড়েন।
গত শনিবার রাতে স্থানীয় ইউপি সদস্যের উদ্যোগে হাজেরা বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার উথুরী গ্রামে।

সুত্র ও বিস্তারীত সংবাদ ইনকিলাব

Proudly powered by HostingRim | Theme: Baskerville 2 by Anders Noren.

Up ↑