আজ থেকে শুরু হয়েছে পাবনা জেলায় এক টাকার খাবার কর্মসুচী

সুবিধাবঞ্চিত মানুষদের খাবার বিতরন কর্মসুচীতে, বরিশালের দুর্গম গ্রাম আর চর অঞ্চল গুলোর সাথে এখন পাবনা জেলা কেও আওতাভুক্ত করা হয়েছে।


Continue reading “আজ থেকে শুরু হয়েছে পাবনা জেলায় এক টাকার খাবার কর্মসুচী”

শুরু হতে যাচ্ছে সুবিধাবঞ্চিতদের ফ্রি চিকিৎসা সেবা পত্র প্রদান জীবন তরী।

বরিশাল বিভাগের দুর্গম অঞ্চল বরগুনা জেলা চালিতাবুনিয়া গ্রাম, আসে পাশে দশ মাইলের মধ্যে কোন হসপিটাল নেই, ৬ মাইলের মধ্যে পাশের থানায় হসপিটাল থাকলেও পার হতে হয় খরস্রোতা হলতা নদী।
Continue reading “শুরু হতে যাচ্ছে সুবিধাবঞ্চিতদের ফ্রি চিকিৎসা সেবা পত্র প্রদান জীবন তরী।”

ভারি বর্ষন আর ঝড়ো হাওয়ার ভেতর দুর্গম চরঅঞ্চলে নিঁখোজ রয়েছে আমাদের স্বেচ্ছাসেবক টিম

ভারি বর্ষন আর ঝড়ো হাওয়ার ভেতর দুর্গম চরঅঞ্চলে, নিয়মিত কর্মসুচীর অংশ হিসেবে খাবার বিতরন করে ফেরত আসার সময়, আমাদের স্বেচ্ছাসেবক টিমের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন ! দির্ঘ সময় ধরে তাদের কোন খোঁজ পাওয়া যাচ্ছে না ! সকলে দোয়া করবেন যেন নিরাপদে ফিরতে পারে তারা !

Continue reading “ভারি বর্ষন আর ঝড়ো হাওয়ার ভেতর দুর্গম চরঅঞ্চলে নিঁখোজ রয়েছে আমাদের স্বেচ্ছাসেবক টিম”

শেষ হয়ে যাচ্ছে এক টাকায় খাবার আয়োজিত অনলাইন চিত্র প্রদর্শনী

আগামি ২৬ জুলাই শেষ হয়ে যাচ্ছে এক টাকায় খাবার আয়োজিত অনলাইন চিত্র প্রদর্শনী।

উল্লেখ্য স্বেচ্ছাসেবী সংগঠন এক টাকায় খাবার , কর্মসুচী ও প্রজেক্ট এর অংশ হিসেবে বরিশালের দুর্গম অঞ্চল সমুহে বসবাসরত সুবিধাবঞ্চিত মানুষদের ফ্রি মেডিকেল ক্যাম্প এর আয়োজন করতে যাচ্ছে। যার নাম প্রাথমিক ভাবে দেয়া হয়েছে “ জীবন তরী “
Continue reading “শেষ হয়ে যাচ্ছে এক টাকায় খাবার আয়োজিত অনলাইন চিত্র প্রদর্শনী”

যে ধরনের সুবিধাবঞ্চিতদের নিয়ে কাজ করে এক টাকায় খাবার।

SAM_0716

আমরা যাদের জন্য এই কর্মসুচীটি পরিচালনা করছি তাদের একজনের ছবি দিলাম,একই সাথে চোখে না দেখা সমস্যা ও হাত কাঁপার কারনে খাবারের প্যাকেট খুলে খাওয়ার উপায় টুকুও নেই এই বৃদ্ধার !
Continue reading “যে ধরনের সুবিধাবঞ্চিতদের নিয়ে কাজ করে এক টাকায় খাবার।”

যে তথ্যগুলো স্বেচ্ছা সেবক হিসাবে অবশ্যই জানা থাকতে হবে।

একজন স্বেচ্ছাসেবক হিসাবে আপনি যে কোন সময় কিছু প্রশ্নের সন্মুখীন হতে পারেন। সম্ভাব্য প্রশ্ন সমুহের উত্তর আপনার জানা থাকা উচিৎ। নিম্নে এ বিষয়ে আলোচনা করা হলো।

Continue reading “যে তথ্যগুলো স্বেচ্ছা সেবক হিসাবে অবশ্যই জানা থাকতে হবে।”

Proudly powered by HostingRim | Theme: Baskerville 2 by Anders Noren.

Up ↑