আবারও উত্তরাঞ্চলের বন্যাক্রান্ত মানুষের পাসে দাড়ালো এক টাকায় খাবার!

 

২০১৭ সালে উত্তরাঞ্চলের বন্যায় ক্ষতিগ্রস্থ্য কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার বিভিন্ন চর এলাকায় আমাদের ২য় দফায় ত্রান বিতরনের করা হয়। প্রথম বার ত্রান দেয়া হয়েছিলো ২৫ আগস্ট আর ২য় দফায় দেয়া হয় ৯ সেপ্টেম্বর, প্রথম দফায় আমরা ৮০০ পরিবারকে খাবার দিয়েছি। ২য় দফায় ৪১১ টি পরিবারকে খাবার দিয়েছি।
Continue reading “আবারও উত্তরাঞ্চলের বন্যাক্রান্ত মানুষের পাসে দাড়ালো এক টাকায় খাবার!”

উত্তরাঞ্চলের বন্যায় কাজ করে যাচ্ছে এক টাকায় খাবার

 

২০১৭ সালের আগস্ট মাসে ভয়াবহ যে বন্যা পরিস্থিতির সৃস্টি হয় তাতে ক্ষতিগ্রস্থ্য হয় দেশের বিভিন্ন জেলা।তার মধ্যে দেশের উত্তরাঞ্চল সবচাইতে বেশি ক্ষতিগ্রস্থ হয়।

” বন্যা উত্তরাঞ্চলের দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট জেলায় ভয়াবহ আকার ধারণ করেছে। দিনাজপুর বা কুড়িগ্রামের অনেক জায়গায় স্থানীয়রা বলছেন তারা জীবনে এরকম দুর্যোগের মুখোমুখি হননি।

সরকারি হিসাবেই ২১টি জেলায় অন্তত ৩৩ লাখ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। মৃতের সংখ্যা ৪০ ছাড়িয়ে গেছে।

অনেকগুলো জেলায় রাস্তা, রেললাইন ডুবে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। উপদ্রুত লাখ লাখ মানুষ সরকারি আশ্রয়কেন্দ্র ছাড়াও উঁচু জায়গায় গিয়ে আশ্রয় নিয়েছেন। “
সুত্রঃ http://www.bbc.com/bengali/news-40954472

     
Continue reading “উত্তরাঞ্চলের বন্যায় কাজ করে যাচ্ছে এক টাকায় খাবার”

চালু হয়েছে এক টাকায় কম্পিউটার প্রশিক্ষনের সাভার ব্রাঞ্চ।

এক টাকায় খাবারের আরও একটি প্রজেক্ট হলো এক টাকায় কম্পিউটার। অল্প আয়ের মানুষদের উপার্জন বৃদ্ধির লক্ষ্যে এই প্রজেক্টটি পরিচালিত হয়ে আসছে।
Continue reading “চালু হয়েছে এক টাকায় কম্পিউটার প্রশিক্ষনের সাভার ব্রাঞ্চ।”

৪ আগস্ট ২০১৭ তে সমাপ্ত হলো সুবিধাবঞ্চিত মানুষের জন্য ফ্রি চিকিৎসা ব্যবস্থা প্রদান কর্মসুচী, জীবন তরী।

বরিশাল বিভাগের দুর্গম অঞ্চল চালিতাবুনিয়া, পুর্ব নির্ধারীত পরিকল্পনা অনুসারে গত ৪ তারিখে এই গ্রামে এক টাকায় খাবার প্রজেক্ট এর নেতৃত্বে ক্যাম্প স্থাপন করা হয়, সারা দিনে  সর্বমোট ৬০ জন অসুস্থ রোগীকে বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয় ও বিনামুল্যে ওষুধ প্রদান করা হয়। একজন রোগী বর্তমানে এক টাকায় খাবারের সহযোগীতায় বরিশাল শেরে বাংলা মেডিকেলে চিকিৎসা নিচ্ছে।

Continue reading “৪ আগস্ট ২০১৭ তে সমাপ্ত হলো সুবিধাবঞ্চিত মানুষের জন্য ফ্রি চিকিৎসা ব্যবস্থা প্রদান কর্মসুচী, জীবন তরী।”

আজ থেকে শুরু হয়েছে পাবনা জেলায় এক টাকার খাবার কর্মসুচী

সুবিধাবঞ্চিত মানুষদের খাবার বিতরন কর্মসুচীতে, বরিশালের দুর্গম গ্রাম আর চর অঞ্চল গুলোর সাথে এখন পাবনা জেলা কেও আওতাভুক্ত করা হয়েছে।


Continue reading “আজ থেকে শুরু হয়েছে পাবনা জেলায় এক টাকার খাবার কর্মসুচী”

শুরু হতে যাচ্ছে সুবিধাবঞ্চিতদের ফ্রি চিকিৎসা সেবা পত্র প্রদান জীবন তরী।

বরিশাল বিভাগের দুর্গম অঞ্চল বরগুনা জেলা চালিতাবুনিয়া গ্রাম, আসে পাশে দশ মাইলের মধ্যে কোন হসপিটাল নেই, ৬ মাইলের মধ্যে পাশের থানায় হসপিটাল থাকলেও পার হতে হয় খরস্রোতা হলতা নদী।
Continue reading “শুরু হতে যাচ্ছে সুবিধাবঞ্চিতদের ফ্রি চিকিৎসা সেবা পত্র প্রদান জীবন তরী।”

ভারি বর্ষন আর ঝড়ো হাওয়ার ভেতর দুর্গম চরঅঞ্চলে নিঁখোজ রয়েছে আমাদের স্বেচ্ছাসেবক টিম

ভারি বর্ষন আর ঝড়ো হাওয়ার ভেতর দুর্গম চরঅঞ্চলে, নিয়মিত কর্মসুচীর অংশ হিসেবে খাবার বিতরন করে ফেরত আসার সময়, আমাদের স্বেচ্ছাসেবক টিমের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন ! দির্ঘ সময় ধরে তাদের কোন খোঁজ পাওয়া যাচ্ছে না ! সকলে দোয়া করবেন যেন নিরাপদে ফিরতে পারে তারা !

Continue reading “ভারি বর্ষন আর ঝড়ো হাওয়ার ভেতর দুর্গম চরঅঞ্চলে নিঁখোজ রয়েছে আমাদের স্বেচ্ছাসেবক টিম”

শেষ হয়ে যাচ্ছে এক টাকায় খাবার আয়োজিত অনলাইন চিত্র প্রদর্শনী

আগামি ২৬ জুলাই শেষ হয়ে যাচ্ছে এক টাকায় খাবার আয়োজিত অনলাইন চিত্র প্রদর্শনী।

উল্লেখ্য স্বেচ্ছাসেবী সংগঠন এক টাকায় খাবার , কর্মসুচী ও প্রজেক্ট এর অংশ হিসেবে বরিশালের দুর্গম অঞ্চল সমুহে বসবাসরত সুবিধাবঞ্চিত মানুষদের ফ্রি মেডিকেল ক্যাম্প এর আয়োজন করতে যাচ্ছে। যার নাম প্রাথমিক ভাবে দেয়া হয়েছে “ জীবন তরী “
Continue reading “শেষ হয়ে যাচ্ছে এক টাকায় খাবার আয়োজিত অনলাইন চিত্র প্রদর্শনী”

যে ধরনের সুবিধাবঞ্চিতদের নিয়ে কাজ করে এক টাকায় খাবার।

SAM_0716

আমরা যাদের জন্য এই কর্মসুচীটি পরিচালনা করছি তাদের একজনের ছবি দিলাম,একই সাথে চোখে না দেখা সমস্যা ও হাত কাঁপার কারনে খাবারের প্যাকেট খুলে খাওয়ার উপায় টুকুও নেই এই বৃদ্ধার !
Continue reading “যে ধরনের সুবিধাবঞ্চিতদের নিয়ে কাজ করে এক টাকায় খাবার।”

Proudly powered by HostingRim | Theme: Baskerville 2 by Anders Noren.

Up ↑