সিলেটে পাওয়া যাচ্ছে মাত্র এক টাকায় এক বেলার খাবার!

     

এক টাকা সংখ্যাটি অনেক ছোট হলেও এর খমতা যে কত বেশি তা প্রমান করেছে এক টাকায় খাবার প্রজেক্ট। শায়েস্তার আমল না হলেও সুবিধাবঞ্চিত মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে সুস্বাদু খাবার বিক্রয় হচ্ছে, যার মুল্য মাত্র এক টাকায়। শুরুতে প্রজেক্ট টি বরিশাল শহর ও এর পার্শবর্তি অঞ্চল গুলোতে কাজ করলেও এখন দেশের বিভিন্ন জেলাতে প্রজেক্ট কর্মসুচী পরিচালিত হচ্ছে প্রতিদিন।

গতকাল ২৫ অক্টোবর হতে সিলেট অঞ্চলে শুরু হয়েছে এক টাকার বিনিময়ে খাবার বিতরন কর্মসুচী। এই সংবাদ লেখা পর্জন্ত আজ রাতেও লাক্কাতুরা চা বাগান এর দরীদ্র শ্রমিকদের মাঝে বিতরন হয়েছে মুরগির মাংস আলুর ঝোল , লাউ সবজি, ভাত। এক টাকায় খাবার এর শেয়ার ইওর মোমেন্ট উইং এর আওতায় এই কর্মসুচীটি পরিচালিত হয়েছে, যাতে আয়োজক হিসাবে ছিলেন মুহাম্মাদ মাহমুদুর রহমান রুপা, আফসার, বুলবুল, শহিদ ও জিনান,

উল্লেখ থাকে যে, এক টাকায় খাবার কর্মসুচীটি বর্তমানে বরিশাল শহর ও এর পার্শবর্তি গ্রাম ও চর অঞ্চল গুলোতে পরিচালিত হচ্ছে, সেই সাথে ফরিদপুর ,পাবনা,বরগুনা, ও ঢাকাতে এক যোগে পরিচালিত হচ্ছে।

প্রতিবেদকঃ অপরাজিতা মীরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Proudly powered by HostingRim | Theme: Baskerville 2 by Anders Noren.

Up ↑